বৃষ্টি হতে চাই
- ওমায়ের আহমেদ শাওন

চিরন্তন সত্যঃ মরণের পর কেউ পূণর্জম্ন নেয় না।
নিলে হয়ত; তোমার বকুল ফুল তোলার সময়
বৃষ্টি হয়ে ঐ হলদে দেহখানিতে পড়তাম,
তখন আমাকে সমস্থ শরীরে মেখে দারুণ আনন্দ পেতে-
আর আমার বৃষ্টি হবার স্বার্থকতাও হতো।
তবুও বৃষ্টি হয়ে রব, বেঁচে থাকার প্রতিটা মূহুর্তকালে
তোমার বুক থেকে স্বচ্ছ জলকণা গড়িয়ে পরার জন্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।