ইচ্ছে করে - দুই
- ফয়েজ উল্লাহ রবি

ইচ্ছে করে আকাশ মাঝে
হতে নানা রঙ্গের মেঘ,
পাখির ডানায় উড়ে নিয়ে
আসবো যতো আবেগ ।
দুঃখ গুলো নিয়ে যাবো
দূর কোন অজানায়,
নীল রং খামে সুখের বাতাস
পাঠাবো সব ঠিকানায় ।
কান্না গুলোর দেবো ছুটি
দূরে ঘুরে আসুক,
হাসি আনন্দে জীবনটা ভর
সুখের আলোয় হাসুক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।