দু র্নী তি
- ফয়েজ উল্লাহ রবি

মাত্রাটা ছিল যেমন-তেমন,
এখন থেকে সহনীয়,
যা পারো তা করবে লুট-
থাকবে কিন্তু মহনীয়।

আমার দেশের মন্ত্রীরা সব
ছোট-খাটো চোর,
আমি কেমনে দেখাই প্রবাসে-
আমার দেশের জোর !

এতো কিছুর পরও বলবো
আমার দেশ 'সেরা'
শুধরে নিক্‌, না হয় নরকে যাক
মন্দ আছে যারা ।

ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।