নিরাশা
- প্রবীর রায়

সময় বহমান চাওয়া পাওয়ার মাঝে
প্রতিদ্বন্দ্বী নিরাশা প্রতিপদে
ব্যস্ত সামাজিক স্বার্থ-স্বীকৃতি ভব্যতা
লক্ষ্যের পেছনে চরমপন্থি সাজ
ধিক্কার-হতাশা-লড়াই এর বহর
পদতলে ক্ষুধিত জল্পনা
ক্লোরোফিল বেয়ে বিষ গ্রহণ
মূল শিকড়-কাণ্ডে জীবাণুর থাবা
অলৌকিক ক্ষমতার উলুধবনি
রেটিনার অন্তর্দেশে পিঁপড়ের কামড়
সংবেদনশীল ভূমিকা জলবায়ু কক্ষে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।