ধর্ম
- প্রবীর রায়

ধর্ম ধর্ম করে পৃথিবী আজ ধ্বংস পথে,যার আভাষ দৃশ্যমান,
কেন?ধর্মতো বলেনি তাকে নিয়ে লড়তে রক্তারক্তির খেলায়,
ধর্মে কি ঈশ্বর বলেছিল তার অমূল্য বাণীতে মানুষকে সন্ত্রাস হতে,
যার নেশায় মানুষ আজ অমানুষ, ঘৃণায় জর্জরিত জনজীবন,
বারুদ, বোমা,অস্ত্র সকলে যেন হাসছে,অবুঝ পশুদের প্রতিবিম্বে,
ধর্মে বলেনি মানুষে মানুষে,প্রেমিক প্রেমিকাই অজুহাত দেখাতে,
তুচ্ছ এজীবন,সবুজ ভূমিতে,অস্বচ্ছ কাঁচ,বরফ কিছু বলছে ?
নেশাতে যতটা উন্মাদ, উন্মত্ত হই,ধর্মের কাঠগড়ায় তার চারগুণ,
বিষাক্ত বায়ু আজ প্রতিটি নিশ্বাসে,বিশ্বাসে,হিংস্র হানার থাবা,
আকাশ কেঁদে চলেছে মেঘের কোলে অনবরত, অবসরহীন, বিদ্বেষের জালে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।