অন্তিম পর্ব
- প্রবীর রায়
জীবন আলো আঁধার গণ্ডির নিত্য সঙ্গী, অবসরহীন,
শূন্য দেয়াল প্রতিপদে বাঁধার প্রতিদ্বন্দ্বী, সময়কাটাতে,
সাগরের আপন অজস্র অচেনা প্রাণী, আর নদীর আত্মীয়,
পালহীন ভাঙা বাঁশের টুকরোর ফলা,অনন্তকাল ধরে,
ষণ্মুখে অধঃপতন, রক্তকোষে কালো ছায়ার দাপট,
সূর্য নিজ উত্তাপ খুইয়ে ক্ষীণ, গতি স্তব্ধ, কালচক্রে,
সাগর আজ সুনামির প্রকোপে,নদী শুঁকিয়ে চড়া,
ঈশ্বর ভ্রমে,দূত দিশাহীন,অন্তিম পর্ব আগমন, সৃষ্টির নিকটে,
মানুষের প্রেম সত্য কিন্তু বাস্তবে আজ দংশক কেউটে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।