ঈশ্বর
- প্রবীর রায়
তোমাকে দেখিতে পাইনা তবু তুমি আছো সকল হৃদে,
শূন্যতাকে পূর্ণতায় ভরেছো তুমি,তোমাতে ঋণী পৌঢ়,ক্ষুদে,
পাপ নাশ করেছো যুগে যুগে,আঁধারে জ্যোতিষ্ক জ্বেলেছো,
পাপীরা ধন্য তোমার দর্শনে,এখন কেন তবে দৈত্যিরে ঢেলেছো ?
সৌরজগৎ যেমন দৃশ্যমান, তেমনি আছে রাহু কেতু,শনির বশ,
প্রাণীর শরীরেয় দেবতার বাস,আবার আমরাই রক্ত খেকো রাক্ষস,
নব অবতার আজ ক্ষোভে,অভিমানে,লুকায়িত,
জন্ম-মৃত্যুকে নিয়ে খেলছে একলা নির্জনে,
অলৌকিক, আস্থা, আজো তোমাতে গুপ্ত,ধ্বংস পথে এই ব্রহ্মাণ্ড,
সত্যিই কি ফিরবে ঈশ্বর কোনোখানে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।