ভিক্ষাও যখন ব্যবসা
- প্রবীর রায়
ভিক্ষাও আজ ব্যবসা সমাজে,পুতুলে বোরখা ঢেকে,
বিনাশ্রমে কামাতে অর্থ, পথেতে ভ্রুকুটি ফেঁকে।
অলস ব্যক্তি দিয়ে ঝাঁসা,ভ্রমেতে সাধারণ মানুষ,
রাত্রিকালে এসি গাড়িতে,ওঠায় কুড়িয়ে ফানুস।
পতিতা বলিয়া অনাথ ভাবিয়া,দিচ্ছে নাজেনে টাকা,
ভিখারি নয় সাহেব লোভী, খিলাড়ী সেযে পাকা।
জনতা আজো বোকার দল,সত্য করেনা যাচাই,
বাস্তবে মরে ভিক্ষুক পথে,আহার, বস্ত্র না পাই।
ধর্ম,নারী, শিশুর দোহাইয়ে,চলছে গরম বাজার,
কমছে কোথায় ? বুক ফুলিয়ে, ঘুরছে দেশে হাজার।
বড় বড় রাঘববোয়াল, ছেড়েছে দালাল পোষ মেনে,
পোশাক মাঝে লুকিয়ে রাখে,পিশাচ,ঠকবাজ সব কেনে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।