শান্তির ফেরি
- ফয়েজ উল্লাহ রবি

স্বাধীনতা আর মুক্তির ব্যবধান অনেক দূর
স্বাধীন নয়, মাইকে বাজলেই স্বাধীনতার সুর ।
মানচিত্র আর পাতাকাই নয় স্বাধীনতার পরিচয়
যুদ্ধ সেনা না খেয়ে কাটে রাত তবু মুখে হাসি রয় ।
ফেলানীরা ঝুলে কাঁটাতারে সীমানা মানে লাশের মিছিল
নেশায় ভরে গেছে দেশ, নারী-শিশু করেনা নিরাপদ ফিল।
যার আছে তার হচ্ছে আরো গরীব দিনকে-দিন গরীব
কেন এমন ? এই ব্যবধান চায়নি কোন মুক্তি সেনা বীর ।
স্বাধীন মোরা নামে মাত্র, শাসক শুধু বদলেছে
বৃটিশ গেলে পাকি গেল এখন নিজের লোকে শোষণ করছে । (এখানে উনারা বলে "লোক শাসন")
"স্বাধীনতা আমার আজো শিকলে বাঁধা দু'পায়ে বেড়ী
মুক্তির মিছেলে আমি একা -- শান্তির করছি ফেরি ।

২৪/১২/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।