স্বা ধী ন তা
- ফয়েজ উল্লাহ রবি
অধরা স্বপ্নের পিছে ছুটছে আমার অবোধ ঘোড়া
উন্নয়নের সু-উচ্চ শেখরে "স্বাধীনতা" আজ খাঁড়া ।
আগামীতে লিমিটেড কোম্পানি হতে চলেছে "স্বাধীনতা"
মাল্টি ন্যাশানাল গ্রুপ দিচ্ছে সহযোগীতার হাত
উন্নয়ন আর উন্নয়ন হাতে দুইটি মোবাইল ফোন,
মোড়ে মোড়ে বার্গার শপ্, ডিজিটাল সাইবোর্ড ব্যানার পেস্টুন
হায়রে আমার পাগলা ঘোড়া যাচ্ছে কোথায় কপাল পোড়া
পিছে আমি একা নই, তের/চৌদ্দ কোটি মানুষ দেখছে মেলে আঁখি
স্বাধীনতা আমার আজো শিকলে বাঁধা, মুক্তি এখনো অনেক দূর বাকী ।
২৪/১২/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।