সব অধরা
- ফয়েজ উল্লাহ রবি

একটু স্বপ্ন একটু আশা আর বাকীটা ভালোবাসা
এক নিমেষে সব কিছু যে সর্বনাশা,
একটু হাসি একটু কান্না বাকীটা সব জলের ঝর্ণা
হারিয়ে গিয়ে সুখের খুঁজে ফিরে আসা ।
সুখ যে আজো সোনার হরিণ দেয় না সে ধরা
কতো মানুষ সুখের খুঁজে পৃথিবী থেকে যাচ্ছে মরা ।
বেঁচে থাকা দায়, জীবনটা হায় হায়
আঁকড়ে ধরে সুখের চাবি, পাড় হয়েই জীবন পাবি;
সুখের নদী-
এমন করে সুখের খুঁজ কেউ পায় যদি ।

আসলে আজো অধরাই রয়ে গেছে সুখ
কাঁদে স্বাধীনতার বাণী !
ও আমার সোনার বাংলা ওগো সকল দেশের রাণী -
ক'বে তোমার মুক্তি মিলবে তা কি আমি জানি ?
হয়তো শুধু জানে অন্তযার্মী ।


৩০ ডিসেম্বর ২০১৭, ১৬ পৌষ ১৪২৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।