আলো আসবেই
- ফয়েজ উল্লাহ রবি

সবিতা কাঁদে জন্ম ব্যথায়
জন্মিলো এই কী ?
মানুষ রূপে মানব নামে দানব নাকি ?
এতো কষ্ট তাহলে বৃথা, দায় এড়াতে পারেনা পিতা !
ভুল কার বেশি, যার শক্ত পেশি
কোথায় হারালো সেনা, চুপ থাকা এখন মানা
এসো এক কাতারে আবার জন্ম নেবে
নতুন সূর্য নতুন চাঁদে - রাত শেষে দিনের ভাঁজে
প্রকৃতিক আলোয় আলোকিত
নয়তো কৃতিমতার ধোঁয়া ।

স্বাধীনতা আজো 'স্বাধী' তেই আটকে গেল 'ন' বা 'নতা' ক'বে আসবে
তবু আলো আসবেই খুলে রাখি জানালা জ্যোৎস্না কামনায় ।


৩০ ডিসেম্বর ২০১৭, ১৬ পৌষ ১৪২৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।