আঁধারের পরাজয়
- ফয়েজ উল্লাহ রবি
আজো টিকে আছে পৃথিবী কেননা কিছুটা মানবিকতা আছে বাকী
অমানিশার রাত, ভয়াল সব অভিলাশ, জানি আলো দেবেনা ফাঁকি।
গাইবে ফুল পাখি গান সাজবে কুসুমে কানন সে আশায় থাকি
সেই দিন বেশি দূরে নয় আঁধারের হবে পরাজয়, মনো বল রাখি।
২৫/১২/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।