বি চি ত্র !
- ফয়েজ উল্লাহ রবি

হাসির ধ্বনি বাজুক রোজ প্রতিটি ঘরে-ঘরে
সোনার বাংলায় দুঃখে যেন কেউ না মরে,
সুখে থাকুক সব মানুষজন মিলে আপনজনে
দুঃখ যেন না আসে ফিরে কভু কোন ক্ষণে ।
কান্নার দিয়েছি ছুটি হারিয়ে গেছে অজানায়
আসবে না আর কোন দিন পুরোনো ঠিকানায়।
মুছে দিয়েছি রক্তের দাগ কালো কালিমা
ছড়াক দেশে-দেশে আমার দেশের মহিমা ।
আমি মুক্ত করেছি যতো বাধা ভেঙ্গেছি সীমানা
উড়তে আমায় কেউ আর করতে পারবেনা মানা ।
স্বাধীন আমি আমার আছে দেশ পতাকা মানচিত্র
ছড়িয়ে দিয়েছি পণ্য আমার পৃথিবীর বাজারে বিচিত্র ।

২৫/১২/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।