'অ'
- ফয়েজ উল্লাহ রবি
< এক >
সুন্দর লাগে তখনই যখন দেখি অসুন্দর
সাধু তখন খারাপ যখন আসে "অ" অক্ষর ।
"অ" শুরু শিক্ষা জীবন সেই 'অ' ই অশিক্ষা
কী আশ্চর্য! একটি অক্ষর দেয় অনেক দীক্ষা ।
< দুই >
অভিলাষ, অভিপ্রায় 'অ' তে শুরু শিক্ষা জীবন-
কি বিচিত্র পৃথিবী! এই 'অ'-ই করে দেয় অমর ।
'অতি লোভে তাঁতি নষ্ট', অতি চাইলেই যে ক্ষতি
অধিক পাওয়া মিটেনা স্বাদ জীবন হয় ইতি ।
অসাধুর অধিকারে চলে গেছে অধিক ভূমি
অশিক্ষিত ভেড়ারপাল চালক! চুপ তুমি-আমি।
অপার সম্ভাবনার দেশ আমার এই জন্মভূমি
ক'বে মুক্তি পাবো জানে তা শুধু অন্তযার্মী ।
২৫/১২/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।