স্বপ্ন রাত
- ফয়েজ উল্লাহ রবি

< স্বপ্ন >
ঘুমের ঘোরে স্বপ্ন দেখা
জেগে দেখায় ব্যবধান
সত্যি করার ইচ্ছেরা সব
হয় যদি সমান-সমান ।
আকাশ ছোঁয়ার ইচ্ছে সবার
কে যায় ছুঁতে আকাশ,
অলসতায় কাটিয়ে সারাবেলা
নেই স্বপ্ন ছোঁয়ার অবকাশ ।

< রাত >
কেটে গিয়ে আঁধার
আসবে সু-দিন
চারিদিকে বাজবে
আলোর-ই বীণ !
কান্নার জল শুকিয়ে
ফুটবে-ই ফুল,
হাসির রঙ্গ মেখে
ভুলে যাবে ভুল ।

২৫/১২/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।