ইচ্ছে - দুই
- ফয়েজ উল্লাহ রবি
ইচ্ছেরা সব ছুটে আকাশ পানে
ধরতে রূপলী ঐ চাঁদ,
শক্তিতে তার থামে ক্লান্ত পথিক
মনে লাগে বাধার বাঁধ ।
স্বপ্ন করতে জয় পাহাড় সমান
ঘর ছেড়েছে পাগল মন,
ভুলে মানুষ চলে সামনের পানে
পর করে আপন জন ।
তবু ইচ্ছেরা তার ফিরে পাক ঘর
আপনালয়ে জ্বলুক আলো
দূর হয়ে যাক খারাপ মন্দ যতো
জগতের এই সব কালো।
৩০/১২/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।