ইচ্ছে - তিন
- ফয়েজ উল্লাহ রবি

ইচ্ছেকে দেবে বাধা এমন সাধ্য কার ?
মনের জোরে উড়তে ঘুরতে - ইচ্ছেই শুধু দরকার !
কল্পনাতে স্বপ্ন রাজ্য রাজা সেজে শাসন
হউক না তা- 'তালপাতার সিংহাসন'
মূকুট নাইবা রইল 'রাণী' কিংবা দাস-দাসী
মনের রাজ্য রাজা 'স্বর্ণের আসন' !

ইচ্ছেরা সব মিছিলে এক কাতারে
মরে-বাঁচে আবার স্বপ্ন দেখে হাজারে-হাজারে ।
ইচ্ছেই তো বাঁচে মানুষ, মরে ইচ্ছে বিহনে
'যখন সময় থমকে দাঁড়ায়' ইচ্ছে খুঁজে জনে-জনে ।

আমি সামান্য মানুষ মাত্র ! উড়ে বেড়াই ঘুরি মনের ডানা মেলে
স্বপ্নরা সব উচ্ছ্বাসে খুশির নহর খুঁজে,
সুখের ঠিকানা নয় কি তা অজানা ? বাঁচি সুখ খুঁজে পেলে ।

৩০/১২/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।