শব্দের মিছিল
- ফয়েজ উল্লাহ রবি
কথায় শক্তি কথায় বল-
শব্দের মিছিলে সব কবির দল !
রণ-রণ খেলা, কাটছে বেলা-
রাইফেল তাক, মানবতা নিপাত যাক !
মুক্তির মিছিলে শব্দযোদ্ধা-
কবিতা বয়ে বেড়াচ্ছে শান্তির পতাকা
রক্তাক্ত মানচিত্র !
ধূসর আকাশ হিমেল বাতাস মিথ্যে সব আয়োজন
'স্বাধীনতা' কোন পাখির নাম যা আজো বন্দি খাঁচায় !
তাইতো 'সুবোধ'রা পালিয়ে বেড়ায় -
ঠিকানা খুঁজে শাদা বক, কবুতরের পায়ে নূপুর !
শব্দ খুঁজে কাগজ আর কাগজে রক্তের দাগ
কবি অবাক নয়নে চেয়ে থাকে, থেমে যায় হাত
কবিরা এখন কি 'নাপাক' ?
মুক্তির মিছিলে লাশের সুপ্ত, আপন ভাই-বন্ধু বন্দুক হাতে
এক পাতিলে রান্না হয় 'বাসন' সেই একই ! খাই এক সাথে ।
এই "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"
যতোই ছড়াও তোমরা ঘৃণা, বারবার বাংলায় ফিরে আসি-
কেননা- "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" ।
৩০/১২/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।