সুখে ভরে যাক
- ফয়েজ উল্লাহ রবি
সুখে মন যায় ভরে যায়, দুঃখে কাঁদে চোখ
চোখের জল যায় দেখা যায়
যায়না দেখা পোঁড়া মন ।
দুঃখের সঙ্গী যিঁনি, তিনি-ই আপন আপনজন
যায়না চেড়ে দূরে সরে, থাকে কাছে পাশা-পাশি
তারে ভুলা যায়না যে কখন ।
আড়ালে হাসির লুকানো বুকের ক্ষত, এমন কাটবে দিন আর কতো ?
মুছে চোখের জল, পাল্টে দাও ভাগ্য ফল -
সুখের ঠিকানা হাতের কাছে, খুঁজবে যতো পাবে কাছে ততো !
<>
পৃথিবী হাসে কখনো সুখে কখনো বা আমাদের দুঃখে
লুকিয়ে মনের আবেগ যতো আড়ালে ঠিকই মানুষ বাঁচে !
বেঁচে থাকাটা এখন যেন 'অষ্টম আশ্চর্য'
তবু হাসুক মানুষ, ফুটুক ফুল, ভুলে সব মনের ভুল
মান-অভিমান হিংসা-বিদ্বেষ -
ভরে যাক সুখে 'আমার সোনার বাংলাদেশ' ।
৩০/১২/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।