বড়দিন
- প্রবীর রায়
নিত্য বছরে চলছে এগিয়ে বড়দিন, সাজছে শহর, নগর,গ্রাম,
সভ্যরা আলোর আকাশ কিনছে "বলে",সূর্য, চন্দ্র,কৃত্রিম ট্রাম,
তারা কভু কি ভাগ করেছে নিজ অন্ন,বস্ত্র,বুকে টেনে ভেবেছে পথসঙ্গী,
কখনো কি থেকেছে একঘরে নিকষ আঁধারে,মিশিয়েছে ব্যথায় প্রেম ভঙ্গী,
বিশ্ব মানব যখন মেতেছে বহূদামী বেশে,মিষ্টতার একডালি পণ্যে,
কাঁদে দল বেঁধে তখন হারাধন পথ,মাঠ,জঙ্গল কোলে,কাতরাই মাটিতে বিনান্নে,
কেউ মাতে ভ্রমণ, পিকনিক,আসরে বিদেশী মদ,ডিস্কো,সামনে নতুন জগৎ,
শীতের বাতাসে উলঙ্গ দেহ কাঁপে,শরীরে চাপে জঞ্জাল পাটি পথ,
রাতের বিভীষিকা ব্যস্ত আগাম ক্ষণে,মানুষ দেয় সভ্যতা নিজ হাতে বলি,
পৃথক, অহংকার ভুলে এক হই,তবেই সাজবে পৃথিবী ফুটবে নবনব কলি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।