দূত যিশু
- প্রবীর রায়

ঈশ্বর দূত যিশু তুমি অদৃশ্য, মৃত, তবু সকল হৃদয়ে সর্বদা বিরাজিত,
তুমি অমর, তোমার অমৃত বাণীধারা,পথ প্রদর্শক, নতুন সকালের দিশা,
আমাদের বাঁচাতে সৃষ্টিকে এগোতে,নিজেকে বিলিয়ে দিলে যন্ত্রণার ক্রুশে,
মানব জাতির কল্যাণে কবরে দাফনিলে জীবন্ত প্রাণ, দোষী,নির্দোষীর অহংকার ভাঙতে,
নিজের রক্তে রাঙিয়ে দিলে বিশ্বকে,সতেজ,সুগন্ধি, নিষ্পাপ ফুল ফোটাতে,
মহামারির অমূল্য ঔষধ তুমি,সর্ব অত্যাচার নীরবে,নির্দ্বিধায় সও হাসি মুখে,
বিকলাঙ্গের বল,পূর্ণতা তুমি,অন্ধের প্রস্ফুটিত ত্রিনেত্র বিপদের বিনাশ,
মূর্খ দানবদের,মুখোশ ঢাকা পশুদের জ্ঞান ফেরাতে,আবারো জন্ম নেবেন কোন মহাপুরুষের বেশে,
কিন্তু আজ এই সমাজ,সভ্যতা ফিরে যাচ্ছে,বিনাশ পথে পূর্বজন্মে,
চলছে সজোরে অত্যাচার, ধর্ষণ, খুন,আজো নিরাপত্তাহীন প্রতিটি জীবন প্রতিপদে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।