প্রেম মোহ
- ফয়েজ উল্লাহ রবি

এই মোহেতে বেঁচে আছি - প্রেম যেন এক 'অমিয়'
শ্রদ্ধা বাড়ে আদর করে স্নেহে জাগে 'সমীহ' ।
প্রেমের জন্য সৃষ্টি কতো সভ্যতা, দু'মনে নাব্যতা !
ধ্বংস করে ট্রয় নগরী, মানুষ কবি খুঁজে কাব্যতা।
প্রেমের জন্য কাঁদলো 'মাথিন' নাফ নদীটার তীরে
“দশরথ মাঝি” দেখালো প্রেম হাজার লোকের ভিড়ে ।
এই প্রেমের জন্য দিচ্ছে জীবন লক্ষ হাজার প্রেমিক
আজো কাঁদে নীরবে কেউ, তবু খুঁজে নেয় প্রেমের দিক ।

৩১/১২/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।