ভালবাসার মূল্য কই
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে আমার তাহমিনা হে আমার কবিতার রাণী
আমার অভীপ্সা পূরণ করো,
আমায় অভয় দাও তোমার কাছে আসার
আমায় অনুমতি দাও তোমায় ভালবাসার।
.
আদিখ্যেতা করে নাকো আর
আমি যে জ্বলে পুড়ে হচ্ছি আঙ্গার,
তুমি আমার আর্তি শুনছো না কিসে
আমার মন যে তোমার তরে মিশে?
.
হে আমার তাহমিনা হে আমার কবিতার রাণী
তুমি ইয়াত্তা করতে পারবে না
কত ভালবাসি তোমায়
দিনমান সময়- অসময় ভাবি তোমায়?
.
উটকো ভেবে হয়েও না আত্মগর্বী
আমি তোমায় নিজের থেকেও বড্ড ভালবাসি!
ফুল্ল ভালবাসা কে করো নাকো হেলা
তুমি যে আমার ভালবাসা চোক্ষের আলা।
.
হে আমার তাহমিনা হে আমার কবিতার রাণী
পঙ্কিল ভালবাসা নয়,
সত্যি তোমায় ভালবাসি
আজীবন করতে চাই তোমায় যুবজানি।
.
আমার ভালবাসা কে করো না লঙ্ঘন
আমি যে আমার মনে দিয়েছি তোমার আসন,
আমি তোমার প্রেম সরোবরের পানি করতে চাই পান
আমি যে কালান্তক ব্যাধিতে আক্রান্ত।
তুমি যে বাচাঁতে পারো মম প্রাণ।
.
হে আমার তাহমিনা হে আমার কবিতার রাণী
আমার বচন শুনে হও নাকো সঙ্কোচ,
আমি তোমার ভালবাসা চাই
কিসে করতে চাও না আমার সনে আপোষ।
.
বন্ধু বলে ডেকে কত করবে আর তিরস্কার
কবে তোমার মনের মাঝে ভালবাসা করবে আবিষ্কার,
তোমার ছায়ামূর্তি স্বপ্নে এসে করে নিত্য
চিত্তবিক্ষেপ বেড়েই চলছে রাগছে মম পিত্ত?
.
হে তাহমিনা হে আমার কবিতার রাণী
নির্লজ্জ্ব -ছেঁচড় ভাবতে পারো তা আমি জানি,
আমার শুচি ভালবাসা কে দাও সম্মান
নিশ্চুপ থেকে করো নাকো অপমান।
.
তোমার শ্রী দেখে হয়েছি উন্মাদ
তাই তোমার ভালবাসা চাই
নিতে চাই তোমার স্বাদ।
.
হে আমার তাহমিনা হে আমার কবিতার রাণী
জন্মজন্মান্তর চাই তোমায়
আমার আশা করো নাকো হানি,
তুমি আমার সব এ ভূলোকে
তোমার সনে থাকতে চাই রাখো না মোরে দুঃখে।
.
ত্রিশঙ্কু অবস্থায় পতিত করো নাকো মোরে
তোমায় ভালবাসতে চাই সারা জনম ভরে,
হে আমার তাহমিনা হে আমার কবিতার রাণী
একটু সুযোগ দাও তোমায় ভালবাসতে
নিভৃতে পারি যেন তোমার কাছে আসতে?
.
হে আমার তাহমিনা হে আমার কবিতার রাণী
আমি যে প্রেমানলে জ্বলছি অহর্নিশ,
ভালবাসা না দিলে প্রেমের কোরিয়ারে পাঠিয়ে দিও
দুই সিপি বিষ
আমি যেন চলে যাই না ফেরার দেশে থাকে না যেন মোর হদিস......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
০৫-০১-২০১৮ ০৮:৪৬ মিঃ
হে তাহমিনা হে আমার কবিতার রাণী
নির্লজ্জ্ব -ছেঁচড় ভাবতে পারো তা আমি জানি,
আমার শুচি ভালবাসা কে দাও সম্মান
নিশ্চুপ থেকে করো নাকো অপমান।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।