আমার কেউ নেই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কূল কিনারা হারিয়ে ফেলেছি নেই আর বাঁচার স্বাদ
এ জীবন আর রাখতে চাই না,
করতে চাই বরবাদ।
.
বেঁচে থেকে কি হবে নেই মোর কেউ
সবাই কুকুরের মত করে ঘেউ ঘেউ।
আমি যেন সবার কাছে হয়ে গেছি বেশি
আমার জন্য কারো মুখে নেই কোন হাসি?
.
উঠতে- বসতে
খেতে চলতে খাই শুধু খোটা,
এটা যেন
আমার বেঁচে থাকার এক মাত্র সম্বল কোটা।
.
আমি মরলে সবার ঝামেলা
হয়ে যাবে নাশ,
তখন সবাই খুশি হবে
পূরণ হবে সবার আশ।
.
তাই ভাবছি চলে যাই
সবার নিয়ে আসি মঙ্গল বয়ে,
আমার জন্য অন্য কারো জীবন যেন আর
যায় নাকো ক্ষয়ে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০৯-০১-২০১৮ ২০:১৮ মিঃ

ধন্যবাদ কবি শাওন মল্লিক

০৯-০১-২০১৮ ১৯:৪৮ মিঃ

খুব সুন্দর গাঁথুনি

০৯-০১-২০১৮ ০৮:২৪ মিঃ

তাই ভাবছি চলে যাই
সবার নিয়ে আসি মঙ্গল বয়ে,
আমার জন্য অন্য কারো জীবন যেন আর
যায় নাকো ক্ষয়ে?