তোমার চোখে একদিন জল আসবে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার চোখে একদিন জ্ল আসবে
সেই জলের স্রোতে আমার ছবি ভাসবে,
আমি জানি প্রিয়, আমি খুব ভাল করে জানি
তোমার চোখে একদিন জ্বল আসবে?
.
আমার জন্য কেঁদে কেঁদে সারা বিশ্ব মাত্ করবে
তোমার হিয়ায় ফল্গু নদী বয়ে যাবে
জানি তুমি এক দিন কাঁদবে
হয়তো সেদিন আমি থাকব না?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।