আমার মূল্য রাখলি না দেবী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমার মূল্য রাখলি না দেবী
আমার প্রেম নিয়ে করলি উপহাস,
একদিন আমার প্রেম পাবার আশে
করবি হা- হুতাশ।
.
আমার প্রেমের কত স্বাদ
যদি তুই জানতি,
আমার প্রেম পাবার আশে
করতি বিধাতার কাছে মানতি।
.
আমার প্রেমে ছিল পূর্ণ ভালবাসা
আমার প্রেমের জন্য
তোর চোক্ষে বয়ে যাবে কীর্তিনাশা
সেদিন পাবি না খুজে এমন ভালবাসা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।