নতুন সম্রাজ্ঞী নিয়োগ দেবো
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে অনন্ত যৌবনা
হে আমার ভালবাসা রাজ্যের সম্রাজ্ঞী,
তোমার জন্য
আমার ভালবাসার রাজ্যের প্রজারা
বিপ্লব করছে?
.
জানি, তুমি কখনো হবে না আমার ভালবাসা রাজ্যের সম্রাজ্ঞী
প্রজাদের কষ্ট কে রুখতে বারংবার
তোমার দ্বারে কড়া নেড়ে ছিলাম
কিন্তু প্রতিবার রিক্ত হাতে ফিরে এসেছি।
.
তবে আর নয় প্রজারা যতই বিরক্ত করুক
তোমার দ্বারে আর যাব না,
ভেবেছি, আমার ভালবাসা রাজ্যে
নতুন কোন সম্রাজ্ঞী নিয়োগ দেবো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০১-২০১৮ ১৮:২০ মিঃ

তবে আর নয় প্রজারা যতই বিপ্লব করুক