বুদ্ধিজীবির ব্যথা
- অরুণ কারফা

প্রায়ই ভাবি লিখি তাদের কথা
যাদের নিয়ে নেই লেখার কেউ
যারা পড়ে থাকে নিচু তলায়
তর্জন গর্জনেও ওঠেনা ঢেউ।

ইচ্ছে থাকলেও পারি না লিখতে
তাদের কথা জানিই না বিশেষ
নিজেদের নিয়েই ভাবি সর্বদা
কাটাতে পারি না তারই রেশ।

বিরক্ত অবশ্যই মনে মনে হই
তারা করলে উত্থানের চেষ্টা
ভাবি মনে মনে সমাজ জীবনে
উঠলেই ওরা ডুববে দেশটা।

সহানুভূতি দেখিয়ে পুরো মাত্রায়
এই ভাবেই বাঁচি বুদ্ধিজীবি
কাজের কাজ করিনা কিছুই
অচলাবস্থা তাই অবশ্যম্ভাবী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।