কাঁদবে
- ফয়েজ উল্লাহ রবি
আমার পথে চলি আমি
ভুল-সঠিক না খুঁজি,
ভালো-মন্দ বুঝতে পারি
ক্ষতি লাভ কি পূঁজি ।
সুখের আগুন চোখে-মুখে
ঠোঁটের কোণে হাসি,
বুকের মাঝে চাপা ব্যথা
তবু ভালোবাসি।
দু'হাত বাড়িয়েই সুখের বাড়ি
দুঃখ করি দূর,
ভালোবাসার অমর বাণী
বাজে মধুর সুর ।
কতো দূরে র'বে তুমি
করে আমায় ঘৃণা,
একা-একা কাঁদবে তুমি
জানি; আমি বিনা ।
সোমবার
২ মাঘ ১৪২৪, ১৫ জানুয়ারি ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।