মনের সুখে
- ফয়েজ উল্লাহ রবি

মনের সুখে ঠোঁটের কোণে
হাসির নূপুর বাজে,
ভালোবাসার নানা রঙ্গে
সুখের রূপে সাজে।
আকাশ দেখে সাগর দেখে
খুঁজে চাঁদের মাঝে,
ফুল যে হাসে নদী হাসে
তোমার রূপে মজে ।

মানুষ আমি ক্ষুদ্র অতি
ভালোবাসা চাই,
তোমার কাছে বেশি কিছু
যদিও বা না পাই।
সুখে আছি সুখে র'বো
দুঃখ কভু নাই,
বুকের গভীর লুকিয়ে ক্ষত
হাসি মুখে তাই ।

২ মাঘ ১৪২৪, ১৫ জানুয়ারি ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।