চোখ নিমীলিত করলেই তোমায় দেখি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
চোখ নিমীলিত করলেই
তোমায় দেখি,
চোখের কোণে ভালবাসার
লুকোচুরি খেলা দেখি।
.
কি ভাবে আলুলায়িত করছো
আমার চোখ,
আমার চোখ কি তোমার
আবাস্থল করেছো নিরুপমা?
.
আলিসান বাড়ি ছেড়ে
আমার ছোট্ট এই চোখে
বাস করতে চাও কিসে!
চোখ তো ঝালাপালা করেছো
জীবন'টা আর করো না?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।