এক পেয়ালা গরল চাই
- রুহুল আমীন রৌদ্র

এক পেয়ালা গরল চাই,
যা পিয়ে মৃত্যুর অঘোর তন্দ্রামগ্ন থাকবো কোটি বছর!
এ জীর্ণ সমাজ সভ্যতার রদবদল হবে,
সহস্র হতে সহস্রবার।
নিন্দার কাঁটা, ক্লেশ বিরহ ধুয়ে মুছে,
অবনীর গ্লানি শুষে, আবার জেগে উঠবো কোন একদিন
কোন এক নির্জন অরণ্যের প্রান্তদেশে,
জীর্ণ বটবৃক্ষ হয়ে।
অতঃপর কোন এক প্রত্যুষে,
ফুটন্ত গোলাপের পানে দৃষ্টিমেলে বলবো,
বলতো আমি কে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।