কোন এক কাক ডাকা ভোরে
- রুহুল আমীন রৌদ্র ২৫-০৪-২০২৪

কোন একদিন,
কোন এক কাক ডাকা ভোরে,
নয়তবা শিশিরভেজা দূর্বাঘাসে নগ্ন পদছাপ ফেলে,
হারিয়ে যাব দূর নক্ষত্রপথে।
দেয়ালে ঝুলন্ত ফটোগ্রাফটি,
নির্বাক চেয়ে থাকবে আপনজনের দিকে।
টেবিলে এলোমেলো কবিতার খাতা,
ভার্সিটি মোড়ে বন্ধুদের আড্ডায়,
কর্মস্থলের সহপাঠী আড্ডায়,
দুদিন মনে রাখবে হয়ত,
অতঃপর দিব্যি ভুলে যাবে আমায়,
স্বার্থের পৃথিবী মুছে নেবে আমার স্মৃতিচিহ্ন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।