কবিতাদের আবদার?
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে প্রিয়মুখ প্রকাশন
তোমার বক্ষে করতে চাই
মম কবিতার আবাসন,
তুমি কি দেবে তোমার বক্ষে ঠাঁই
নাকি তোমার বক্ষে আমার কবিতার কেন জায়গা নেই?
.
হে প্রিয়মুখ প্রকাশন
আমার কবিতার বড্ড আশ,
তোমার বক্ষের গোপন কক্ষে
করবে বাস।
.
হে প্রিয়মুখ প্রকাশন
করো নাকো মম কবিতাকে হেলা,
আমার কবিতা গুলো দিন-রাত
হরতাল দিয়ে চলছে
সইতে পারি না আর ওদের জ্বালা?
.
হে প্রিয়মুখ প্রকাশন
মম কবিতার হরতাল করো রদ,
জলদি করে নাও্
তোমার মন রাজ্যের সভাসদ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।