ক্ষণে-ক্ষণে
- ফয়েজ উল্লাহ রবি

দিন চলে যায়, রাত চলে যায় শুধু সময় বদলায়
আসলে যে ! বদলায় না তো সময় "মানুষ বদলায়"
সকাল আসে রাত চলে যায় আঁধারে যে হারায়
আসলে আঁধারে হারায় না "ঊষাতে পালায়" ।
প্রেম আসে প্রেম যায় যে চলে- প্রেমিক হারিয়ে যায়
মরে না প্রেম কভু - থাকে বেঁচে মনের কোণায় ।

মানুষ আসে মানুষ যে যায় দূরে চলে,
বেঁচে থাকে কেউ বা মরার দলে ।
কেউ থেকে যায় কর্মে চির অমর হয়ে,
কেউ যে হারায় সব ভুলে যায় ক্ষয়ে ।
স্মৃতি হয়ে ভাসে মনে জনে-জনে
অল্প দিনে হারায় ক্ষণে-ক্ষণে ।

৮ মাঘ ১৪২৪, ২১ জানুয়ারি ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।