ভু ল
- ফয়েজ উল্লাহ রবি ২৯-০৩-২০২৪

আমার যা ভুল তা নয়তো ভুল
সব কিছু ফুল,
তোমার ক্ষুদ্র ভুলেই দিবে
যে তার মাশুল।
যে পাপ তোমার তুমি পাপী
আমি নেককার,
ঢাকা আমার পাপ পেয়েছি-
এই অধিকার।
পরের দোষ যে সব অপরাধ
আমার তা ভুল,
আমি জ্ঞানী মূর্খ বাকী
পাই খুঁজে কূল।


২২/০১/২০১৮
০৯ মাঘ ১৪২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।