কালবৈশাখীর উল্লাস
- অরুণ কারফা
সারাদিন থাকি আকাশ পানে চেয়ে
কখন আসে এক টুকরো মেঘ ধেয়ে
ঈশান কোনে গেলেই সাঁঝে দেখা
পত পত করে উড়বে শাখা প্রশাখা।
ঝমঝম করে নামলে বৃষ্টি তারপর
ঢেউয়ের উপর ঢেউ তুললে ঝড়
নামবে আঁধার চতুর্দিকে ঘনিয়ে
বাঁকা বিদ্যুৎ হাসবে আকাশ ভরিয়ে।
সেই বিদ্যুতের দেখতে দ্যুতি ছটা
জমা হবে মেঘের ঘন ঘটা
এমনদিন তো আসেনা সারা বছর
সেই আনন্দে কাঁপবে তাদের স্বর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।