নাপিতের ভালবাসা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি কবি বলে দাঁড়ি-গোঁফ ফ্রি কেটে দিল নাপিত ভাই
তার ভালবাসার কোন তুলনা নাই,
নাপিতের ভালবাসায় আমি মুগ্ধ
বিবেকের অনলে অন্তর হচ্ছে দগ্ধ।
.
কিসে নিলাম ফ্রি কেটে
না কি তার লাত্থি মারলাম পেটে,
তার ভালবাসার তেজ
মম কবি কওমের নতুন করে তৈরি করল বেজ?
.
তোমায় অভিবাদন জানাই হে নাপিত
তোমার প্রতি রইল আমার পূর্ণ প্রেম-প্রীত?
তোমায় ভুলব না কোন দিন
তুমি যে আমার ভালবাসার আকাশ করেছো রঙ্গীন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।