পিতার অভাব
- প্রবীর রায়
পিতা আমায় মার কোলেতে,রেখে গেলেন চলে,
ভাল থাকিস মা আমার,এই কথাটি বলে।
আমি তখন ছোট্ট ছিলাম,বুঝতাম নাতো কিছু,
চিতার সাথে ছুটলাম আমি,বাবার পিছু পিছু।
মা কেঁদে কয় আয়রে সোনা,বাবা তোর যে নাই,
আমিই এখন সব যে তোর,মা-বাবা-বোন-ভাই।
জননী আমায় মানুষ করিলো,বাবার স্মৃতি ভুলে,
দিলো সুখ শরীর বিসর্জন,দুখিনী গঙ্গার কূলে।
সমাজেতে করিলো প্রতিষ্ঠা, দেহের রক্ত ঢেলে,
বুঝতে দিলোনা পিতৃ অভাব, অশ্রু লুকাতে 'খেলে।
পূজো উপহাস ব্যর্থের সঙ্গী, দু নয়নে দুজন,
চেহারায় মাতা আত্মায় পিতা,দেবতা তোমাকে পূজন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।