মনের ক্যানভাস
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মনের ক্যানভাসে তোমার ছবি এঁকেছি
হে তিলোত্তমা অঙ্গনা,
তোমার কৌলিন্য দেখে হতবিম্ব
হয়েছি?
.
মন চায় গন্ধপুষ্প ছুঁয়ে দেই তোমার ওষ্টে
কেন আজ নিজেকে এ্যাত্ত রঙ্গীন
করেছো হে তিলোত্তমা অঙ্গনা।
.
মম চিত্ত বিক্ষেপ বেড়ে চলছে হে
তিলোত্তমা অঙ্গনা,
তোমার চিবুকের উষ্ণতা দেখে।
.
তোমাকে যতই নিজের করে ভাবি
ততই চিড়ে চ্যাপ্টা হয়ে যাই,
তুমি যে আমায় ভাই বলে ডাকো?
.
তোমার চারুনেত্র বারংবার আহ্বান জানায়
তোমার কাছে যেতে,
চিন্ময়ে পাই
তাতে কি সেই আশ মেটে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৯-০১-২০১৮ ১৯:১৮ মিঃ

মনের ক্যানভাসে তোমার ছবি এঁকেছি
হে তিলোত্তমা অঙ্গনা,
তোমার কৌলিন্য দেখে হতবিম্ব
হয়েছি

২৯-০১-২০১৮ ১৯:১৮ মিঃ

মনের ক্যানভাসে তোমার ছবি এঁকেছি
হে তিলোত্তমা অঙ্গনা,
তোমার কৌলিন্য দেখে হতবিম্ব
হয়েছি