সুভাষ জাগো
- প্রবীর রায়
পরাধীনতার রণাঙ্গনে,যুদ্ধারোহী নেতা অমর সুভাষ,
ফেরাতে অধিকার পণে অটল,করতে স্বাধীন বাস।
রামকৃষ্ণ-নরেনের অমৃত বাণী, বিপ্লবী কণ্ঠে জ্বেলেছে দ্যুতি,
বাল্যতেই চিত্তে দেশপ্রেম আগুন, দেশবন্ধু-গান্ধীর মার্গে উৎপত্তি।
মুক্তির দূত তুমি পথপ্রদর্শক,অহিংসা ভুলে মশাল জ্বালো,
শিক্ষিত চাপ্রাসী অজ্ঞানী ভীতু,সংস্পর্শে মূর্খে প্রতিবাদ জাগলো।
দেশ মুক্তিতে ত্যাগেন চাকুরী, জেলে বন্দী লড়াকু প্রহরী,
গুমনামে গড়িলেন আজাদ বাহিনী, ব্রিটিশ লুকাই দামালে ডরি।
নিহত শহীদের রক্ত ধ্বজা, স্বাধীন দেশে পেয়েছে ঠাঁই,
প্রেম দাফনে আবারো সন্ত্রাস, উড়ছে নিরীহের লাশের ছাই।
স্বাধীনতা আজ আঁধার পথে,দিকে দিকে দ্রোহীর বাসা,
লড়াই-খুন-দাঙ্গায় উন্মাদ , অসুরক্ষিত দেশ, মাতৃ ভাষা।
রুদ্ররূপে আজ জাগো মহাপ্রাণ, জননী কাঁদে রক্তে আহ্বান,
নব প্রভাতের আলোক শিশু, বাঁচাতে পৃথিবী গুপ্ত যীশু।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।