শিশির
- ফাইয়াজ ইসলাম ফাহিম

শিশির তুমি কি আসবে আমার ভালবাসার রাজ্যে
তোমার স্পর্শের আশায় মাতোয়ারা
হয়েছে কুঞ্জবন,
আমার মন রাজ্যের কুঞ্জবনে গোলাপ,বেলী,জবা,হাঁসনাহেনা- কেউ
আর উঁকি দেয় না
কষ্টের উষ্ণতায় নুয়ে গেছে।
.
হে শিশির তোমার হেম
পরশ চাই,
আমার কুঞ্জবন কে সতেজ করে দাও
তোমার অপেক্ষায় আছে আমার কুঞ্জবন?
.
আমার মন রাজ্যের কুঞ্জবনে
কোন ভ্রমর আসে না,
মালিরা উন্মাদ হয়ে আছে
বেঁচাকেনা নেই।
.
হে শিশির তুমি এসো আমার মনের রাজ্যে
তোমার অপেক্ষায় আছে কুঞ্জবন,
একটু বারের জন্য ভেবে দেখো শিশির
তোমার জন্য আমার কত বড়ো সর্বনাশ
হতে চলেছে।
.
হে শিশির তুমি এসো
আমার কুঞ্জবন কে সতেজ করে দাও,
তোমার হেমে পর্যদুস্ত করে দাও
কষ্টের উষ্ণতা কে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০২-২০১৮ ২০:৪৯ মিঃ

শিশির তোমার হেম
পরশ চাই,
আমার কুঞ্জবন কে সতেজ করে দাও
তোমার অপেক্ষায় আছে আমার কুঞ্জবন?