জলসাঘর
- প্রবীর রায়
সমাজে আজ ব্যস্ততার জীবন, আরো পাবার আশায় ধ্বংস দ্বারেদ্বারে,
প্রকাশ্যে আজ নেশার আসর,প্রশাসনের পকেটে টাকার পেটি,
অগণিত পুরুষ -মহিলা তাতে আকর্ষিত, নিজ হাতে গর্ভের ভ্রূণ হত্যা করছে,
নিজেকে শেষ করছে তিলেতিলে, সামান্য সময়ের মজার অজুহাতে,
রমরমা বাজার,ড্রাগস-হিরোয়িন-মদ-গাজা এমনকি রোগের দাবাও আজ তার অধীনে,
ফার্মান্সী আজ নেশার জলসাঘর, মদের ঠেক বাড়িতে-বাড়িতে,
শিশু দুধের জন্য কাঁদে,সংসারে শস্যের অভাবে উনুনে হাড়ি ওঠেনা,
নব প্রজন্ম সৃষ্টির পূর্বেই মৃত -বিকলাঙ্গ,শিশুরা ভুলেছে ভবিষ্যৎ,
নেশাতে খুন-লুটপাট-পরিবার বিচ্ছেদ, শেষ সম্বল বিক্রি,
চৌর্যবৃত্তি জীবনকে শাহারা দেয়,কেউ আত্মহনন করে কেউ মারে রক্তচাপে,
চলে লাগামছাড়া আয়েশ-স্ফূর্তি, ধর্ষণ তখন নেশার চাট,
প্রতিবাদের কেউ নেই,সকলেই ওই পথের পথিক,যে যায় আর ফেরেনা,
দেখছে সকলে,কানাকানি চলছে,সমাজকে গ্রাস করেছে ক্ষুদ্র জিনিসটা,
যে নেশা করছে করুক,তাতে আমার কি,সে তো আমার আপন কেউ নয়,
এই ভাবনাটা আজ ধ্বংসের মূলে,সভ্য আর অসভ্যে আজ ফারাকহীন,
সকলেই এই মারণ নেশায় জড়িত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।