দেশের কাজ
- অরুণ কারফা
সেই দিন আমায় বলেছিলে
দেশ আমায় ডাক দিলে
ত্যাগ করে সব অর্জিত ধন
ছেড়ে দিয়ে সুখের জীবন
তুমিও দেবে সঙ্গ আমার
শুনে অবাক হলেম সেবার।
সেই দিন নিশ্চয়ই ভেবেছিলে
দেশের কাজে হাত বাড়ালে
এগিয়ে এসে জনসাধারণ
গড়ে তুলবে চরম উদাহরণ
সেখানে আছে শুধুই সম্মান
আর আছে লাভ নেই লোকসান।
আসলে তাই তো হবার কথা
কিন্তু শুনলে পাবে ব্যথা
স্বারথান্বেষীরাই এখন শুধু
জমা হয় যেখানে জমেছে মধু।
দেশের কাজের নামে তারা
লুটছে সব হতচ্ছাড়া
দেশের স্বার্থ গেছে তলিয়ে
লুটছে ধন দিচ্ছে বিলিয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।