লড়াই
- প্রবীর রায়

বিশ্বমাঝে করছে লড়াই, প্রতিপদে মানুষ,
বাঁচার জন্য,ক্ষুধার জন্য,অধিকারে প্রত্যুষ,
লাভ-ক্ষতি সমানে পাল্লা,আড়ালে বিষদাঁত,
মাংসে আপন,রক্তে দুশমন, হাঘরে পঁচাভাত,
শহর-গ্রাম,ধনী-গরীব, একে অন্যের সাথী,
মুচী-মেথর, মূর্খ-পণ্ডিত, বিপদে হাত বাটি,
জোঁক-কেউটে খাচ্ছে কেড়ে, মাথায় তৈল দিয়ে,
করাতের ন্যায় দুদিকেই কাটে,স্বার্থ সদা এগিয়ে,
বহুরূপী মুখোশধারী সর্বস্ব কাড়ে,
রাস্তায় রক্ত লাশের সাঁকো প্রতিটি দ্বারেদ্বারে,
প্রেমের পেয়ালা দূরীভূত, প্রলোভনে করে বশ,
লড়াই অগ্নি জ্বলবে যুগযুগ, হুশ বহালে ধস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।