দোষী কে
- প্রবীর রায়

দারিদ্র পরিবার,বাঁচাতে সংসার, করিল সন্তান বড়,
যত সম্বল, সব ফুরালো,প্রাণটা এখন জড়,
অর্থ বিফল,শ্রম অম্বল, শিক্ষাতে বিভেদ দ্বার,
পারেনা কাজ,ভীত-লাজ,জীবন পথে হার,
কর্ম বিহীন, বেকার বাছা,চাকুরী খোঁজে ক্লান্ত,
নেতার ভ্রুকুটি, ঘুষের ছোঁয়াচে, ছুঁচসম আঘাতে ক্ষান্ত,
ভিটে গেল,জমি হারালো,দালাল বশে অবুঝ,
আশায়-আশায়,শেষ সময়,ব্যধিতে জমে পুঁজ,
সর্ব সময়,কানে কুকথা, সংসারে বাঁধে দাঙ্গা,
খিদেতে দেহ,নিস্তেজ শয্যাশায়ী, অনিচ্ছা উপোষ ভাঙ্গা,
দোষটি কার,সমাজ না আমার,এই কি দেশের নীতি,
পড়বো কেন,মিছে অপচয়, কর্মে বাঁচার রীতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।