সমাধান শূন্য
- প্রবীর রায়
জীবন মাটির পুতুল, কেউ গড়ে কেউ ভাঙে,
রূপ-অর্থ-প্রাচুর্য, পদানত কবজি জোড়,
মাটিতে দেহ সমর্পিত,অহঙ্কারে পারফিউম পারদ,
নারী,পুরুষের যৌন ক্ষুধা,সুখ-দুঃখের উপহার,
তবে মেয়ে হওয়া অপরাধ,নাকি যৌবন অপরাধী,
সভ্য সমাজে অসভ্যের তাণ্ডব,সকলেই শিকার-আবার শিকারি,
ধর্ষণ আজ খেলা,অ্যাসিড আজ হোলির রং,
মানুষ আজ ঘৃণার পাত্র,লজ্জিত দেশ,সততা মাটিতলে,
পিশাচ নেকড়ে উন্মাদ, শিশু শরীরে মৈথুন খোঁজে,
কেউটে গুলো গন্ধ শুঁকছে, ছোবল দেবে,লালা সর্বাঙ্গে,
সমাধান শূন্য, উন্নতির শিকড়ে ঘুণ ধরেছে,অবনতি চারিদিক,
ফাঁকির প্রতিদ্বন্দ্বী, স্তব্ধ জরায়ু।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।