পোষাকের বলি
- কবির সরদার

কেবিনে জায়গা নেই
ব্যাগগুলো সব সিটে
যানজটে ক্লান্ত দেহে
দাড়িয়ে আছি ডেকে।

তারপরও ঠেলাঠেলি
প্রখর রোদ্দুর গায়ে।
চুলগুলো এলোমেলো
জামা জুতো ধুলোবালি
কিছু নেই পরিপাটি
ঘামের গন্ধ গায়ে।

দুদিন সেভ করিনি
খোঁচা খোঁচা দাড়ি
ভেবে নেয় সবাই
আমি এক ঘাটের কুলি।

কেরাণী হাঁকে ভাড়া দাও
ভয়ে ভয়ে বলি
মামা! টাকা দিব কতগুলি,
কর্কশ স্বরে, টাকা তিরিশ দাও গোনি
চুপি চুপি মিটিয়ে এ যাত্রা বাঁচি।

আমি এক ঘাটের কুলি
হয়েছি পোষাকের বলি ॥

(০৩/০২ /২০১৮)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১০-০২-২০১৮ ০১:৪৭ মিঃ

চমৎকার

০৯-০২-২০১৮ ০০:৩১ মিঃ

আমারা প্রতিনিয়ত চলার পথে পোষাকের জন্য অথবা দারিদ্রতার জন্য আবমূল্যায়িত হচ্ছি। আমাদের সমাজ কারো ব্যক্তিত্ব, যোগ্যতা অথবা বয়সকে সম্মান করতে শিখেনি। আমি আমাদের সমাজের এই অবক্ষয়টাকেই তুলে ধরতে চেয়েছি।