উদ্ধত দানব কী সন্নত মানব
- অরুণ কারফা

উদ্ধত দানব কী সন্নত মানব
কোনটা কখন হয় কার মাঝে সরব
কথায় নয় বোঝা যায় কাজে,
দুজনেই থাকে মনের মাঝে
শুধু সময় ও সুযোগ বুঝে
জাগ্রত হয় সকাল সাঁঝে।

ফুল্ল কুসুমিত বাগেতে সাজে
বসে থেকেও বেশ ভ্রমর মাঝে
যখন ভোগ করি একাকীত্ব
ক্ষণে ক্ষণে জেগে ওঠে মমত্ব,
তখন মনে হয়, হই নয় উদার
যা কিছু আছে আমার করে দি উজাড়
বিতরণ করি ডা’ক সবারে কাছে
কালক্ষেপে যদি ভুল হয় পাছে।

আবার যেই আসি কুঠির ভিতর
মনটা হয়ে যায় কুটিল ইতর
যা যা সম্ভার ঘরে নেই আমার
মনে হয় তখনি তারা ছাড়া আর
জীবনটা হচ্ছে বৃথা কদাকার।

এই হচ্ছে আমার দিবারাত্রির কাব্য
দিবা কোনটারে আর নিশা কোনটারে বলব
জানিনা সঠিক ভাবে তাও এখনো,
সবই, সময় এবং পরিবেশের সঙ্গে
হয়ে গিয়েই বোধ হয়, আপেক্ষিক অঙ্গে
স্বরূপ বদলায় অতি ঘন ঘন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।